০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

'রিভার্স ইমেজ সার্চ' ফিচার আনছে হোয়াটসএ্যাপ

calendar_month ০১ জানুয়ারী ২০২৫ ১৩:২২:১৮ person Online Desk
'রিভার্স ইমেজ সার্চ' ফিচার আনছে হোয়াটসএ্যাপ

ভুয়া বা সম্পাদিত ছবি শনাক্ত করতে হোয়াটসঅ্যাপ শিগগিরই চালু করতে যাচ্ছে ‘রিভার্স ইমেজ সার্চ’ সুবিধা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে প্রাপ্ত ছবি সহজেই যাচাই করে দেখতে পারবেন ছবিটি আসল নাকি মিথ্যা বা পরিবর্তিত। মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানো প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য উন্মুক্ত হতে পারে।

কীভাবে কাজ করবে রিভার্স ইমেজ সার্চ?

নতুন ফিচারটি চালু হলে, হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি কোনো ছবি গুগলে আপলোড করে তার সত্যতা যাচাই করা যাবে। ব্যবহারকারীরা ছবি ভিউ করার সময় ওপরের ডান কোণে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘রিভার্স ইমেজ সার্চ’ অপশন নির্বাচন করতে পারবেন। এরপর ছবির উৎস ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, মিথ্যা তথ্য ও বিকৃত ছবি শনাক্ত করতে ব্যবহারকারীদের সাহায্য করাই তাদের লক্ষ্য। এই ফিচার ছবির উৎস চিহ্নিত করে তার সত্যতা যাচাইয়ে সহায়তা করবে, যা বিভ্রান্তিমূলক কনটেন্ট দ্রুত শনাক্ত ও প্রতিরোধে কার্যকর হবে।


এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন