০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম কবে আসছে, কী সুবিধা থাকছে

calendar_month ০৪ মে ২০২৫ ১৮:৩৩:২৩ person অনলাইন ডেস্ক
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম কবে আসছে, কী সুবিধা থাকছে

গুগল আগামী ১৩ মে আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ ইভেন্ট—‘দ্য অ্যান্ড্রয়েড শো’। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে তাদের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৬। নতুন এই সংস্করণটির কোডনেম রাখা হয়েছে ‘বাকলাভা’, যা মধ্যপ্রাচ্যের জনপ্রিয় এক মিষ্টির নাম।

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৬-তে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন ফিচার। ২০২৪ সালের নভেম্বরে এর ডেভেলপার প্রিভিউ প্রোগ্রাম চালু করা হয় এবং তখন থেকেই ডেভেলপারদের জন্য প্রাথমিক SDK, সিস্টেম ইমেজ এবং API ডকুমেন্টেশন উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

নতুন এই সংস্করণে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ কন্ট্রোল ব্যবস্থায়। ফলে অপ্রয়োজনীয় অ্যাপগুলো কম ব্যাটারি ব্যবহার করবে এবং ফোনের চার্জ দীর্ঘস্থায়ী হবে।

অ্যান্ড্রয়েড ১৬-তে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক একাধিক স্মার্ট ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে:

  • স্মার্ট রিপ্লাই
  • স্বয়ংক্রিয় কনটেন্ট জেনারেশন
  • অ্যাপভিত্তিক AI সহায়তা

এছাড়া, লক স্ক্রিন কাস্টমাইজেশন সুবিধা আনার কথাও জানায় গুগল। ব্যবহারকারীরা চাইলে উইজেট ও শর্টকাট নিজের মতো করে সেট করতে পারবেন। পাশাপাশি সিস্টেম লেভেলে বেশ কিছু পরিবর্তন এনে ব্যাকগ্রাউন্ড টাস্ক পরিচালনায় আরও দক্ষতা আনা হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যান্ড্রয়েড ১৬ হবে এখন পর্যন্ত সবচেয়ে স্মার্ট ও শক্তিশালী অ্যান্ড্রয়েড সংস্করণ। নতুন ফিচারগুলো নিয়ে বিস্তারিত জানতে প্রযুক্তিপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৩ মে-র জন্য।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন