০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

২৫ বছর পর নতুনভাবে ফিরল নকিয়া ৩২১০

calendar_month ১৩ মার্চ ২০২৫ ১৯:০২:২৭ person অনলাইন ডেস্ক
২৫ বছর পর নতুনভাবে ফিরল নকিয়া ৩২১০

১৯৯৯ সালের ১৮ মার্চ বাজারে আসা নকিয়া ৩২১০ ছিল সে সময়ের অন্যতম জনপ্রিয় ফিচার ফোন, যার বিশ্বব্যাপী বিক্রি হয়েছিল প্রায় ১৬ কোটি ইউনিট। এবার সেই আইকনিক ফোন নতুন রূপে আবারও বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। সোনালি, নীল ও কালো—এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি, যার দাম নির্ধারণ করা হয়েছে ৬,৫০০ টাকা। এইচএমডি গ্লোবালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন নকিয়া ৩২১০ মডেলে রয়েছে ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে, পেছনে এলইডি ফ্ল্যাশসহ ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ১,৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ১০ ঘণ্টা টকটাইম সুবিধা দেবে। ফোনটির অভ্যন্তরীণ স্টোরেজ ১২৮ মেগাবাইট, তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

৬৪ মেগাবাইট র‍্যামবিশিষ্ট এই ফোনে রয়েছে এফএম রেডিও, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক ও ব্লুটুথ ৫.০ সুবিধা। এটি ডুয়াল সিম সাপোর্ট করে এবং ফোরজি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধাও রয়েছে। এছাড়া, ফোনটির সঙ্গে গ্রামীণফোনের বিশেষ বান্ডেল প্যাকেজ থাকায় নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেট ডেটা বিনামূল্যে পাওয়া যাবে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন