১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

calendar_month ০২ মার্চ ২০২৫ ১৬:৫০:৩৩ person অনলাইন ডেস্ক
বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

মাইক্রোসফট ঘোষণা দিয়েছে যে, একসময়ের জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপ বন্ধ করে দেওয়া হবে। আগামী ৫ মে ২০২৫ থেকে স্কাইপে আর ব্যবহার করা যাবে না। প্রতিষ্ঠানটি মাইক্রোসফট টিমসকে তাদের মূল যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে।

এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানায়, “ব্যবহারকারীদের আরও আধুনিক ও কার্যকর যোগাযোগের অভিজ্ঞতা দিতে স্কাইপে বন্ধ করে মাইক্রোসফট টিমসে পুরোপুরি ফোকাস করা হবে।” আগামী তিন মাসের মধ্যে ধাপে ধাপে স্কাইপে ব্যবহারকারীদের টিমসে স্থানান্তর করা হবে। মাইক্রোসফট আরও জানায়, স্কাইপে বন্ধ হয়ে গেলেও ব্যবহারকারীরা টিমসে আগের সব সুবিধা পাবেন। স্থানান্তরের প্রক্রিয়া সহজ করতে স্কাইপের বর্তমান ব্যবহারকারীরা তাঁদের অ্যাকাউন্টের তথ্য দিয়েই মাইক্রোসফট টিমসে বিনামূল্যে লগইন করতে পারবেন এবং আগের মতোই ব্যক্তিগত ও গ্রুপ কল, বার্তা আদান-প্রদান এবং ফাইল শেয়ারিং করতে পারবেন।

মাইক্রোসফট আরও জানায়, “টিমসে লগইন করার পর স্কাইপের সব চ্যাট ও কন্ট্যাক্ট স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর হয়ে যাবে, ফলে ব্যবহারকারীরা আগের মতোই যোগাযোগ চালিয়ে যেতে পারবেন।” স্কাইপে বন্ধ হওয়ার আগে ব্যবহারকারীদের জন্য দুটি বিকল্প থাকবে। প্রথমত, স্কাইপের বর্তমান অ্যাকাউন্টের তথ্য দিয়ে টিমসে লগইন করলেই আগের সব চ্যাট ও কন্ট্যাক্ট স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে। দ্বিতীয়ত, যাঁরা টিমসে যেতে চান না, তাঁরা স্কাইপের বার্তা, কন্ট্যাক্ট ও কল হিস্ট্রির সব তথ্য ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।

৫ মে পর্যন্ত স্কাইপে ও টিমস একসঙ্গে ব্যবহার করা যাবে। নতুন ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট স্কাইপে ক্রেডিট ও কলিং সাবস্ক্রিপশন সেবা বন্ধ করে দিচ্ছে। তবে যাঁরা ইতোমধ্যে এসব সেবা ব্যবহার করছেন, তাঁরা পরবর্তী মেয়াদ পর্যন্ত সেগুলো ব্যবহার করতে পারবেন। ৫ মের পরেও পেইড ব্যবহারকারীরা স্কাইপে ডায়াল প্যাড ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফটের মতে, টিমসের উন্নত ও বহুমুখী ফিচার ব্যবহারকারীদের জন্য স্কাইপের তুলনায় বেশি কার্যকর হবে এবং আরও ভালো যোগাযোগের অভিজ্ঞতা দেবে।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ দুই দশকেরও বেশি সময় ধরে স্কাইপে ব্যবহার করে আসছেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় স্কাইপে অনেকটা পিছিয়ে পড়েছে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন