১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টিকটকে ফিল্টার ব্যবহারে নতুন বিধিনিষেধ

calendar_month ০১ ডিসেম্বর ২০২৪ ০৯:১১:৩৫ person অনলাইন ডেস্ক
টিকটকে ফিল্টার ব্যবহারে নতুন বিধিনিষেধ

টিকটক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ছোট আকারের ভিডিও তৈরি এবং শেয়ার করা সহজ। অনেক ব্যবহারকারী নিয়মিতভাবে নতুন ভিডিও পোস্ট করেন এবং সেগুলোতে নিজেদের চেহারা আরও আকর্ষণীয় করতে টিকটকের ফিল্টার ব্যবহার করেন। তবে এবার ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য টিকটক কিছু ফিল্টারের ব্যবহার সীমিত করার ঘোষণা দিয়েছে।

টিকটক জানিয়েছে, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীরা এমন কোনো ফিল্টার ব্যবহার করতে পারবে না যা চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ, ত্বক মসৃণ করা, মুখ সরু দেখানো, চোখ বড় করা বা চেহারার গঠন পরিবর্তনের মতো ফিল্টারগুলো নিষিদ্ধ করা হবে। তবে যেসব ফিল্টার শুধুমাত্র মজা বা হাস্যরসের জন্য তৈরি, সেগুলো ব্যবহার করা যাবে।

টিকটক আরও জানিয়েছে, ফিল্টারের বিবরণে স্পষ্টভাবে উল্লেখ থাকবে, ফিল্টারগুলো কীভাবে কাজ করে এবং চেহারায় কী ধরনের পরিবর্তন আনে। এ নিয়ম আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কার্যকর করা হবে এবং শুধু ইউরোপে নয়, পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও চালু করা হবে।

টিকটকের ইউরোপীয় পাবলিক নীতিমালা বিভাগের প্রধান ক্রিস্টিন গ্র্যান বলেন, “নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার কোনো শেষ নেই। আমরা আমাদের ব্যবহারকারীদের অভিজ্ঞতা থেকে শিখছি, বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি এবং নিজেদের আরও উন্নত করার চেষ্টা করছি। ব্যবহারকারীরা যদি নিজেদের নিরাপদ মনে না করেন, তবে তাঁরা নিজেদের প্রকৃত রূপ প্রকাশ করতে চাইবেন না। এর ফলে টিকটক তার স্বতন্ত্রতা হারানোর ঝুঁকিতে পড়বে।”

টিকটক মনে করে, ভিডিওতে অতিরিক্ত ফিল্টার ব্যবহারের ফলে চেহারা সঠিকভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, যা প্ল্যাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতার ওপর প্রভাব ফেলে। নতুন নিয়মগুলো এই সমস্যাগুলো সমাধান করার পাশাপাশি ব্যবহারকারীদের মানসিক সুস্থতাও নিশ্চিত করবে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন