১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইউটিউবে আসছে নতুন প্লেব্যাক সংস্করণ

calendar_month ১৪ নভেম্বর ২০২৪ ০৯:৪০:৩৭ person অনলাইন ডেস্ক
ইউটিউবে আসছে নতুন প্লেব্যাক সংস্করণ

ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার ইউটিউব অ্যাপে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি প্লেব্যাক স্লাইডার। নিয়মিত ভিডিও দেখার জন্য জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্মে নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক করে তোলা হচ্ছে।

ভিডিও দেখার সময় অনেকেই প্রয়োজন অনুযায়ী গতি নিয়ন্ত্রণ করে দেখতে পছন্দ করেন। গুগল এবার ইউটিউবের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে নতুন নকশায় প্লেব্যাক স্পিড নিয়ন্ত্রণ ফিচার নিয়ে আসছে। আগের মতো বড় মেনুতে প্লেব্যাক স্পিড না দেখিয়ে, এবার প্লেব্যাক স্পিড কন্ট্রোলারটি পর্দার নিচের অংশে কমপ্যাক্টভাবে থাকবে। এতে ব্যবহারকারীরা সহজে পাঁচটি প্রিসেট স্পিড অপশন - ০.২৫ গুণ, সাধারণ, ১.২৫ গুণ, ১.৫ গুণ এবং ২.০ গুণের মধ্যে নির্বাচন করতে পারবেন।

নতুন এই সংস্করণে যোগ হতে যাচ্ছে একটি প্লেব্যাক স্লাইডার, যা ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক হবে। স্লাইডারের সাহায্যে ব্যবহারকারীরা ইচ্ছামতো ভিডিওর গতি নিয়ন্ত্রণ করতে পারবেন, যা ব্যবহারকারীদের দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন