০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গুগল ড্রাইভে আসছে নতুন ফিচার, স্ক্যান করা নথি ও ছবির মানোন্নয়ন আরও সহজ

calendar_month ২৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৪১:১৬ person অনলাইন ডেস্ক
গুগল ড্রাইভে আসছে নতুন ফিচার, স্ক্যান করা নথি ও ছবির মানোন্নয়ন আরও সহজ

গুগল ড্রাইভ অনেকের জন্যই ব্যক্তিগত এবং অফিসের কাজে অপরিহার্য একটি টুল। এটি অনলাইনে ফাইল নিরাপদে সংরক্ষণ ও শেয়ার করার সুবিধা দেয়, যা গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখার জন্যও ব্যবহার করা হয়। এ প্রেক্ষিতে, গুগল ড্রাইভের অ্যান্ড্রয়েড অ্যাপে স্ক্যান করা নথি বা ছবির মানোন্নয়নের জন্য নতুন একটি ফিচার যুক্ত করছে গুগল। নতুন এই সুবিধা চালু হলে বিল্ট-ইন স্ক্যানারের কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে, ফলে স্ক্যান করা ডকুমেন্ট ও ছবি স্বয়ংক্রিয়ভাবে উন্নত রেজল্যুশনে দেখা যাবে। এর পাশাপাশি স্ক্যান করা ফাইল দ্রুত সম্পাদনাও করা যাবে।

বর্তমানে গুগল ড্রাইভ অ্যাপের স্ক্যানার দিয়ে নথি ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা গেলেও মানোন্নয়ন ও সম্পাদনার জন্য ম্যানুয়ালি ফিল্টার অপশন ব্যবহার করতে হয়। তবে ‘অটো-এনহ্যান্স’ নামের নতুন ফিচারটি স্ক্যান করা ফাইলের মান স্বয়ংক্রিয়ভাবে উন্নত করবে এবং দ্রুত সম্পাদনার সুযোগ দেবে। জানুয়ারি ২০২৫ থেকে পর্যায়ক্রমে এই ফিচারটি গুগল ড্রাইভের সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

গুগলের তথ্যানুসারে, এই ফিচারটি ব্যবহারের জন্য গুগল ড্রাইভ অ্যাপে ‘+ নিউ অপশন’-এ ক্লিক করে স্ক্যান অপশন (ক্যামেরা আইকন) নির্বাচন করতে হবে। এরপর ফোনের ক্যামেরা ব্যবহার করে ডকুমেন্ট স্ক্যান করা যাবে। প্রথমবার স্ক্যান করার সময় অ্যাপটিকে ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে। স্ক্যান করার পর প্রিভিউ মোডে একটি স্পার্কল আইকন দেখা যাবে। সেই আইকনে ক্লিক করলেই ‘অটো-এনহ্যান্স’ টুলটি সক্রিয় হবে, যা স্বয়ংক্রিয়ভাবে ডকুমেন্ট বা ছবির মান উন্নত করবে। এতে স্ক্যান করা নথি আরও পরিষ্কার, ঝকঝকে এবং সহজপাঠ্য হয়ে উঠবে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন