এক দশক আগেও ভিডিও ও অডিও কলে অনলাইন যোগাযোগের শীর্ষ মাধ্যম ছিল স্কাইপে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির অগ্রগতি ও প্রতিযোগিতামূলক অ্যাপগুলোর আগমনে জনপ্রিয়তা হারিয়েছে এই ভিওআইপি প্ল্যাটফর্মটি। দীর্ঘদিনের এই সফটওয়্যারটি আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট জানিয়েছে, করপোরেট যোগাযোগের জন্য তারা এখন 'মাইক্রোসফট টিমস' অ্যাপটিকে অগ্রাধিকার দিচ্ছে। একই ধরনের দুটি পরিষেবা একসাথে পরিচালনার প্রয়োজন না থাকায় স্কাইপে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে স্কাইপে বন্ধের ঘোষণা দিয়ে ব্যবহারকারীদের তথ্য স্থানান্তরের জন্য ৫ মে ২০২৫ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল প্রতিষ্ঠানটি।
স্কাইপে বন্ধ হয়ে যাওয়ার পর অনেক ব্যবহারকারীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—তাঁদের পুরোনো বার্তা, কনট্যাক্ট লিস্ট বা প্রয়োজনীয় তথ্যগুলোর কী হবে?
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কাইপে আইডি ব্যবহার করেই সরাসরি মাইক্রোসফট টিমসে লগইন করা যাবে। পাশাপাশি, ব্যবহারকারীদের বার্তা, কনট্যাক্ট লিস্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে টিমস প্ল্যাটফর্মে স্থানান্তর হয়ে যাবে। এতে আলাদা করে নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না, এবং পুরোনো ডেটা হারানোর আশঙ্কাও থাকবে না।
তবে স্কাইপের ব্যবহারকারীদের জন্য টিমস বাধ্যতামূলক নয়। কেউ চাইলে গুগল মিট, জুম বা অন্যান্য মেসেজিং ও ভিডিও কনফারেন্সিং অ্যাপও ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে ৫ মে’র মধ্যে স্কাইপে থাকা গুরুত্বপূর্ণ তথ্যসমূহ—যেমন বার্তা ও কনট্যাক্ট লিস্ট—ব্যাকআপ করে রাখার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। কারণ স্কাইপে বন্ধ হওয়ার পর এসব তথ্য পুনরুদ্ধার করা আর সম্ভব নাও হতে পারে।
টেক দুনিয়ায় আরেকটি যুগের অবসান হলো স্কাইপে বন্ধের মাধ্যমে। এক সময়ের জনপ্রিয় এই সফটওয়্যার স্মৃতি হয়ে থাকলেও, এর জায়গা নিচ্ছে আরও আধুনিক ও কার্যকর প্ল্যাটফর্ম।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.