চাকরি খোঁজার অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে লিংকডইন চালু করেছে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সার্চ টুল। পেশাজীবীদের এই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে এর মাধ্যমে এখন ব্যবহারকারীরা আরও দ্রুত ও নির্ভুলভাবে পছন্দের চাকরি খুঁজে পেতে পারবেন।
নতুন এই সার্চ টুলের সাহায্যে ব্যবহারকারী শুধু নিজের কাঙ্ক্ষিত পদের বিবরণ লিখলেই লিংকডইন সেই অনুযায়ী চাকরির তালিকা দেখাবে। যেমন, কেউ যদি লিখেন— “ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এন্ট্রি-লেভেল ব্র্যান্ড ম্যানেজার পদ খুঁজছি” কিংবা “টেকসই উন্নয়ন নিয়ে কাজ করতে ইচ্ছুক অ্যানালিস্টের জন্য চাকরি”, তবে লিংকডইন ঠিক সেই সম্পর্কিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তুলে ধরবে।
এই উদ্ভাবনী ফিচার সম্পর্কে লিংকডইনের ক্যারিয়ার বিশেষজ্ঞ জারা ইস্টন জানান, “এআই প্রযুক্তি আমাদের কাজের ধরন বদলে দিচ্ছে। চাকরি খোঁজার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। আমরা বিশ্বাস করি, এই সার্চ টুল চাকরিপ্রার্থীদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী আরও ভালো পেশাগত সুযোগ খুঁজে পেতে সহায়ক হবে।”
সার্চ টুলটি প্রাথমিকভাবে লিংকডইনের নির্দিষ্ট সংখ্যক প্রিমিয়াম ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। তবে লিংকডইন জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই ইংরেজিভাষী সব প্রিমিয়াম ব্যবহারকারীর জন্য এই সুবিধা উন্মুক্ত করে দেওয়া হবে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.