০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন ৫ সুবিধা নিয়ে ইউটিউব শর্টসে এলো পরিবর্তন

calendar_month ০৩ মে ২০২৫ ১৮:১১:৪০ person অনলাইন ডেস্ক
নতুন ৫ সুবিধা নিয়ে ইউটিউব শর্টসে এলো পরিবর্তন

ছোট আকারের ভিডিও এখন অনলাইন দুনিয়ায় দারুণ জনপ্রিয়, বিশেষ করে টিকটক ও রিলসের মতো ফরম্যাটের জন্য। সেই জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলতে ইউটিউব শর্টস নিয়ে এসেছে ৫টি নতুন ও কার্যকর ফিচার। গুগলের ডিপমাইন্ডের তৈরি এআই প্রযুক্তি ব্যবহার করে এই ফিচারগুলো ভিডিও নির্মাতাদের কাজকে করবে আরও সহজ, সৃজনশীল এবং পেশাদার মানের। চলুন দেখে নেওয়া যাক ইউটিউব শর্টসের নতুন সুবিধাগুলো।

১. অ্যাপভিত্তিক উন্নত ভিডিও এডিটিং

শর্টস অ্যাপে ভিডিও সম্পাদনার সুবিধা এখন আরও উন্নত। নির্মাতারা খুব সহজেই ক্লিপ কাটাছাঁট, গান যোগ, টেক্সট বসানো, ক্লিপের অবস্থান বদলানো কিংবা কোনো অংশ বাদ দেওয়ার মতো কাজ করতে পারবেন। সবকিছু হবে মোবাইল থেকেই, কোনো অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই।

২. গানের সঙ্গে ভিডিওর স্বয়ংক্রিয় মিল

ভিডিওতে গান যোগ করার সময় আর আলাদা করে বিট বা সুরের সঙ্গে মানানসই করার ঝামেলা নেই। ইউটিউব শর্টস এখন স্বয়ংক্রিয়ভাবে ক্লিপগুলোকে গানের বিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে দেবে, ফলে ভিডিও হবে আরও ছন্দময় ও প্রফেশনাল লুকের।

৩. ছবির মাধ্যমে শর্টস টেমপ্লেট তৈরি

এখন থেকে নিজের ফোনে থাকা ছবি দিয়েই তৈরি করা যাবে শর্টস ভিডিও টেমপ্লেট। ইউটিউব নতুন এই ফিচারের মাধ্যমে ছবিকে ভিডিওর কাঠামোয় রূপান্তর করবে এবং চাইলে নির্মাতারা তাতে যুক্ত করতে পারবেন বিভিন্ন ভিজ্যুয়াল ইফেক্টও।

৪. এআই-চালিত স্টিকার

নতুন টেক্সট প্রম্পট সুবিধা দিয়ে নির্মাতারা সহজেই এআইনির্ভর স্টিকার তৈরি করে ভিডিওতে যুক্ত করতে পারবেন। এই স্টিকারগুলো ভিডিওর ভাব ও বার্তা আরও সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করবে।

৫. ব্রেইনস্টর্মিং বাডি: ইউটিউবের জেনারেটিভ এআই টুল

নতুন এই এআই টুলের মাধ্যমে নির্মাতারা ভিডিওর আইডিয়া, চমকপ্রদ শিরোনাম এবং আকর্ষণীয় থাম্বনেইলের জন্য সহায়তা পাবেন। এটি মূলত একজন ভার্চুয়াল সহকারীর মতো কাজ করবে, যারা কনটেন্ট তৈরির প্রতিটি ধাপে দেবে দিকনির্দেশনা।

এই আপডেটগুলো ইউটিউব শর্টসকে শুধু ব্যবহারবান্ধবই নয়, বরং কনটেন্ট নির্মাতাদের জন্য আরও বেশি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করছে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন