ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপনের পরিমাণ দিন দিন বাড়ছে। মাঝখানে বারবার বিজ্ঞাপন আসায় অনেকেই বিরক্ত হন, বিশেষ করে বড় দৈর্ঘ্যের ভিডিওগুলো দেখার সময়। এই বিরক্তি দূর করতে অনেকে অর্থ দিয়ে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে থাকেন, যাতে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখা যায়। তবে মাসিক খরচের কারণে অনেকেই এই সুবিধা গ্রহণ করতে পারেন না। এ সমস্যার সমাধান হিসেবে ইউটিউব নিয়ে এসেছে নতুন একটি প্যাকেজ, যেখানে একসঙ্গে দুইজন সদস্য যৌথভাবে খরচ ভাগ করে ইউটিউব প্রিমিয়ামের সুবিধা নিতে পারবেন।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রিমিয়াম সেবার মাধ্যমে ব্যবহারকারীরা বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখা ছাড়াও আরও কিছু বিশেষ সুবিধা পান। যেমন—ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালিয়ে রাখা, ইউটিউব মিউজিকের সম্পূর্ণ লাইব্রেরি ব্যবহারের সুযোগ ইত্যাদি। নতুন এই যুগল প্যাকেজের ফলে একজনের খরচে দুজন ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন, যা আগের তুলনায় অনেক সাশ্রয়ী।
এই প্যাকেজটি এখন ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পেজে দেখা যাচ্ছে। ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষার্থী প্যাকেজের পাশাপাশি যোগ হয়েছে নতুন দুই সদস্যের প্যাকেজ। আগ্রহীরা চাইলে প্রথম এক মাস বিনামূল্যে এই প্যাকেজ ব্যবহার করে দেখতে পারবেন।
তবে কিছু শর্তও রয়েছে। এই প্যাকেজ ব্যবহার করতে হলে দুজন সদস্যেরই বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে, বৈধ গুগল অ্যাকাউন্ট থাকতে হবে এবং তারা একই ঠিকানায় বসবাস করছেন—এটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি উভয়কে গুগলের ‘Family Group’-এ যুক্ত থাকতে হবে। প্রাথমিকভাবে এই প্যাকেজ নির্দিষ্ট কিছু দেশে চালু হয়েছে।
এই যুগল সাবস্ক্রিপশন পদ্ধতি ইউটিউব প্রিমিয়াম সেবাকে আরও সহজলভ্য করে তুলবে—বিশেষ করে যারা কম খরচে বিজ্ঞাপনহীন অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য এটি হতে পারে দারুণ এক সুযোগ।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.