ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে বিভিন্ন ধরনের ভুয়া তথ্য দ্রুত ছড়ানো হয়, যা অনেক সময় ভুল বোঝাবুঝি ও সমস্যার সৃষ্টি করে। এই পরিস্থিতি মোকাবিলায় মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ভুয়া তথ্য শনাক্ত করে তা মুছে ফেলার জন্য 'কমিউনিটি নোটস' সেবা চালু করতে যাচ্ছে। আগামী ১৮ মার্চ থেকে এই নতুন সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু হবে। তবে, প্রথমদিকে সাধারণ ব্যবহারকারীদের জন্য নোটস প্রকাশ করা হবে না।
মেটার মতে, 'কমিউনিটি নোটস' চালু করার মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রচলিত পদ্ধতির পরিবর্তন আনা হচ্ছে। এই সেবার মাধ্যমে, নির্বাচিত ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে যেকোনো ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে মেটাকে সরাসরি জানাতে পারবেন। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে মেটা তথ্য পর্যালোচনা করে পদক্ষেপ নেবে, যার মাধ্যমে দ্রুত ভুয়া তথ্য শনাক্ত ও মুছে ফেলা সম্ভব হবে।
মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, "২০১৬ সালে তথ্য যাচাই কর্মসূচি চালু করার সময় বলা হয়েছিল সত্য নির্ধারণের দায়িত্ব আমাদের নয়। তাই নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা বিশেষজ্ঞ ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর সহায়তা নিয়েছি। তবে, যুক্তরাষ্ট্রে এটি প্রত্যাশিতভাবে কাজ করেনি, কারণ বিশেষজ্ঞদেরও নিজস্ব রাজনৈতিক পক্ষপাত থাকতে পারে। তাই নতুন এই সুবিধাটি চালু করা হচ্ছে।"
এখন পর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে প্রায় ২ লাখ ব্যবহারকারী 'কমিউনিটি নোটস' কার্যক্রমে অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। তবে শুরুর দিকে সবাই নোটস লিখতে বা রেটিং দিতে পারবেন না। ধাপে ধাপে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীকে এই কার্যক্রমে যুক্ত করা হবে। প্রথম পর্যায়ে কমিউনিটি নোটস ইংরেজি, স্প্যানিশ, চীনা, ভিয়েতনামীয়, ফরাসি এবং পর্তুগিজ ভাষায় চালু করা হবে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.