স্মার্টফোনের হোম স্ক্রিনে প্রয়োজনীয় অ্যাপের উইজেট থাকলে, অ্যাপে প্রবেশ না করেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। এই সুবিধাকে আরও উন্নত করতে, হোয়াটসঅ্যাপে মেটা এআই উইজেট যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই ফিচার চালু হলে, হোয়াটসঅ্যাপ খোলার প্রয়োজন না পড়েই হোম স্ক্রিন থেকে সরাসরি মেটা এআইয়ের বিভিন্ন সেবা ব্যবহার করা যাবে। ইতোমধ্যে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে এই উইজেট চালু করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, মেটা এআই উইজেট ব্যবহারকারীদের হোম স্ক্রিন থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে, ছবি আপলোড করতে ও ভয়েস মোড চালু করতে সহায়তা করবে। ফলে মেটা এআই চ্যাটবট ব্যবহারের জন্য আলাদাভাবে হোয়াটসঅ্যাপে প্রবেশ করার প্রয়োজন পড়বে না।
অনলাইনে প্রকাশিত স্ক্রিনশট অনুযায়ী, মেটা এআই উইজেটের আকার সহজেই পরিবর্তন করা যাবে, যাতে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এটি ছোট বা বড় করতে পারেন। তবে এই সুবিধা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেটা এআই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য, মেটা এআই চ্যাটবটটি মেটার নিজস্ব এললামা ভাষা মডেলের ওপর ভিত্তি করে তৈরি। এটি গুগলের জেমিনি বা ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতোই বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম। ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবট জনপ্রিয়তা পেয়েছে, আর নতুন উইজেট যুক্ত হলে এই সেবা আরও সহজলভ্য হবে এবং ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.