০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রূপে মেটা এআই, যে সুবিধা পাওয়া যাবে

calendar_month ০২ মে ২০২৫ ১৮:০৪:৩২ person অনলাইন ডেস্ক
নতুন রূপে মেটা এআই, যে সুবিধা পাওয়া যাবে

এত দিন কেবল হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারেই সীমাবদ্ধ ছিল মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভার্চ্যুয়াল সহকারী সেবা ‘মেটা এআই’। তবে এবার মেটা নিজস্ব একটি আলাদা অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে মেটা এআই ব্যবহার এখন এসব অ্যাপের গণ্ডি ছাড়িয়ে যেকোনো কাজে করা যাবে। বিশ্লেষকেরা বলছেন, এই উদ্যোগ ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

মেটার তথ্যমতে, নতুন অ্যাপটি ব্যবহারকারীর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট–সংক্রান্ত তথ্য, আচরণ ও প্রেক্ষাপট বিশ্লেষণ করে আরও ব্যক্তিকেন্দ্রিক ও প্রাসঙ্গিক উত্তর দিতে পারবে। এটি তৈরি করা হয়েছে মেটার সর্বশেষ লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘এললামা ৪’-এর উপর ভিত্তি করে। এললামা ৪ আগের সংস্করণগুলোর তুলনায় আরও বেশি দক্ষ, বহু ভাষায় কাজ করতে পারে এবং জটিল প্রশ্নের উত্তর বিশ্লেষণসহ ব্যাখ্যা করতে সক্ষম।

এই অ্যাপ ব্যবহার করা যাবে মেটার স্মার্ট এআইচালিত চশমাতেও। ফলে, ভার্চ্যুয়াল সহকারী সেবাটি এখন শুধু মোবাইল অ্যাপেই নয়, স্মার্ট ডিভাইসেও ব্যবহারযোগ্য হচ্ছে, যা মেটার এআই প্রযুক্তির পরিধিকে আরও বাড়িয়ে তুলবে।

প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, এ উদ্যোগটি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অবস্থান আরও শক্তিশালী করার কৌশলেরই অংশ।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হওয়া মেটা এআই মূলত একটি ভার্চ্যুয়াল সহকারী, যা লার্জ ল্যাংগুয়েজ মডেলের সহায়তায় প্রশ্নের উত্তর দেওয়া, জটিল তথ্য বিশ্লেষণ এবং যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন