১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপের ড্রাফট ফিচার: যোগাযোগ হবে আরও সহজ

calendar_month ১৮ নভেম্বর ২০২৪ ১৩:১৬:০০ person অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপের ড্রাফট ফিচার: যোগাযোগ হবে আরও সহজ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু হয়েছে, যেখানে বার্তা পাঠানোর আগেই সেটি ড্রাফট হিসেবে সংরক্ষণ করা যাবে। এখন থেকে কোনো বার্তা লিখে তা পাঠানো না হলে, সেটি স্বয়ংক্রিয়ভাবে চ্যাটে খসড়া হিসেবে থেকে যাবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে সেই বার্তা সম্পাদনা করে বা নতুন করে লিখে পাঠানো যাবে।

ড্রাফট বার্তার বৈশিষ্ট্য

যদি কোনো বার্তা চ্যাটবক্সে খসড়া হিসেবে থেকে যায়, তবে তার পাশে সবুজ রঙে মোটা হরফে ‘ড্রাফট’ লেখা থাকবে। এর ফলে ব্যস্ততার কারণে বার্তা পাঠাতে ভুল হয়ে গেলেও তা সহজে খুঁজে পাওয়া যাবে। চ্যাট তালিকায় খসড়া বার্তাগুলো সবার ওপরে প্রদর্শিত হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক।

নতুন ফিচারের ঘোষণা

থ্রেডসে হোয়াটসঅ্যাপের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এ নতুন সুবিধার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এনগ্যাজেটের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য এ ফিচার এখন উন্মুক্ত। তবে এটি ব্যবহার করতে হোয়াটসঅ্যাপ অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা আবশ্যক।

হোয়াটসঅ্যাপের সম্প্রতিক তথ্য

চলতি বছরের জুলাই মাসে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির মাইলফলক ছাড়িয়েছে। এছাড়া, সম্প্রতি গুচ্ছ করে চ্যাট সাজানোর জন্য ‘কাস্টম লিস্ট’ নামে আরেকটি নতুন ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন