১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নথিপত্র স্ক্যান করা যাবে হোয়াটসঅ্যাপে

calendar_month ০৫ জানুয়ারী ২০২৫ ০৯:৪২:০০ person অনলাইন ডেস্ক
নথিপত্র স্ক্যান করা যাবে হোয়াটসঅ্যাপে

অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য বা নথি সংরক্ষণের জন্য স্ক্যান করেন। তবে স্ক্যানার না থাকলে বা ভ্রমণের সময় তা করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এবার আর চিন্তার দরকার নেই। হোয়াটসঅ্যাপের সাহায্যে আপনার ফোনের ক্যামেরা ব্যবহার করে সরাসরি নথি স্ক্যান করা সম্ভব। হোয়াটসঅ্যাপের নতুন আইওএস ২৪.২৫.৮০ সংস্করণে এ সুবিধা যুক্ত করা হয়েছে, যা আপাতত শুধু আইফোন ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন।

এই নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আইফোনের ক্যামেরা দিয়ে নথি স্ক্যান করতে পারবেন, ফলে আলাদা কোনো অ্যাপ বা স্ক্যানার ব্যবহারের প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপের সুবিধাগুলো নিয়ে কাজ করা সংস্থা ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, ধীরে ধীরে এই ফিচার সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, নথি স্ক্যান করতে হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেনু থেকে ‘স্ক্যান’ অপশন বেছে নিলেই আইফোনের ক্যামেরা চালু হয়ে যাবে। প্রয়োজনীয় নথির ছবি তোলার পর তা প্রিভিউ অপশনে দেখা যাবে। ব্যবহারকারীরা স্ক্যান করা ছবি সরাসরি সংরক্ষণ করতে বা সম্পাদনার পর অন্যদের পাঠাতে পারবেন।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সময় সাশ্রয় করার পাশাপাশি তৃতীয় পক্ষের স্ক্যানার অ্যাপের ওপর নির্ভরশীলতা কমাবে। উন্নত মানের স্ক্যানিং সুবিধার ফলে এটি শুধু ব্যক্তিগত কাজেই নয়, অফিসের রসিদ, চুক্তিপত্র বা ফাইল পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহৃত হবে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন