২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

স্যামসাং আনছে তিন ভাঁজের স্মার্টফোন

calendar_month ১০ জানুয়ারী ২০২৫ ০৯:৫৯:১৩ person অনলাইন ডেস্ক
স্যামসাং আনছে তিন ভাঁজের স্মার্টফোন

গত বছরের সেপ্টেম্বরে চীনের টেলিযোগাযোগ প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে প্রথমবারের মতো তিন ভাঁজের স্মার্টফোন ‘মেট এক্সটি’ উন্মোচন করে প্রযুক্তি দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল। এবার দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংও তিন ভাঁজের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সিসা জার্নাল। তবে দক্ষিণ কোরিয়ার সাপ্তাহিক এই ম্যাগাজিনটি ফোনটির ছবি বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সিসা জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এই নতুন ফোনটি উন্মোচন করতে পারে। তবে প্রাথমিকভাবে মাত্র তিন লাখ ইউনিট উৎপাদন করা হবে, যার ফলে এটি সারা বিশ্বে একযোগে বাজারজাত হওয়ার সম্ভাবনা কম। উন্নত নকশা ও ভাঁজ প্রযুক্তির কারণে এটি ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে।

ফোনটি পুরোপুরি খোলা অবস্থায় এর পর্দার আকার হবে ১২.৪ ইঞ্চি, যা প্রয়োজন অনুযায়ী ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে। আবার ভাঁজ করে এটি সাধারণ স্মার্টফোনের মতোও ব্যবহার করা সম্ভব। গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের মতো এই ফোনেও আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকবে না। সীমিত উৎপাদন ও উন্নত প্রযুক্তির কারণে স্যামসাংয়ের এই ফোনটি প্রিমিয়াম ক্যাটাগরির ডিভাইস হিসেবে বাজারে আসবে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন