২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কো-পাইলট চ্যাটবটে বাগ খুঁজে পেলেই মোটা অঙ্কের পুরস্কার দেবে মাইক্রোসফট!

calendar_month ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০:০২ person অনলাইন ডেস্ক
কো-পাইলট চ্যাটবটে বাগ খুঁজে পেলেই মোটা অঙ্কের পুরস্কার দেবে মাইক্রোসফট!

মাইক্রোসফট তাদের বিভিন্ন প্রযুক্তি ও অ্যাপে থাকা নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করতে ‘বাগ বাউন্টি’ কর্মসূচি চালায়। এই কর্মসূচির মাধ্যমে, কেউ যদি মাইক্রোসফটের তৈরি প্রযুক্তি বা অ্যাপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে পারে, তবে তারা পুরস্কার হিসেবে অর্থ পায়। এবার, মাইক্রোসফট কো-পাইলট চ্যাটবটে থাকা নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করার জন্য বাগ বাউন্টি কর্মসূচির আওতা এবং পুরস্কারের মূল্য বাড়িয়েছে।

এখন থেকে, কো-পাইলট চ্যাটবটে মাঝারি মাত্রার নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে রিপোর্ট জমা দিলে সর্বোচ্চ পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার পাওয়া যাবে। এছাড়া, কো-পাইলটের কিছু নতুন সেবাকে বাউন্টি কর্মসূচির আওতায় আনা হয়েছে, যেমন কো-পাইলট ফর টেলিগ্রাম, কো-পাইলট ফর হোয়াটসঅ্যাপ, কো-পাইলট ডট মাইক্রোসফট ডট কম এবং কো-পাইলট ডট এআই।

মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, "আমরা মাঝারি মাত্রার নিরাপত্তা ত্রুটির জন্য নতুন পুরস্কার কাঠামো চালু করেছি। গবেষকরা এখন এসব ত্রুটি শনাক্ত করে রিপোর্ট করলে সর্বোচ্চ পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার পাবেন। ত্রুটির গুরুত্ব অনুযায়ী, পুরস্কারের পরিমাণ ২৫০ থেকে ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। এর মানে, যদি গুরুতর নিরাপত্তা ত্রুটি যেমন তথ্য বিকৃতির ঘটনা শনাক্ত করা হয়, তবে পুরস্কার হিসেবে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেওয়া হবে।"

উল্লেখ্য, কো-পাইলট চ্যাটবটটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন কাজ করে থাকে, যেমন স্বয়ংক্রিয়ভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা, এক্সেলে টেবিল তৈরি করা, লেখা প্রম্পটের মাধ্যমে কৃত্রিম ছবি তৈরি করা এবং আউটলুকে আসা ই-মেইলগুলোর উত্তর দেওয়া।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন