ডিজিটাল কনটেন্টের নিরাপত্তা ও ব্যবহারকারীদের পরিচয় যাচাই সহজ করতে যৌথ উদ্যোগ নিয়েছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন ও প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাডোবি। ‘ভেরিফায়েড অন লিংকডইন’ নামে এই প্রকল্পের আওতায় কনটেন্ট নির্মাতাদের পরিচয় নিশ্চিত করা হবে লিংকডইনের শনাক্তকরণ ও অ্যাডোবির যাচাইকরণ টুলের মাধ্যমে।
লিংকডইনের ট্রাস্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট অস্কার রদ্রিগেজ জানান, এই উদ্যোগের ফলে ব্যবহারকারীরা অনলাইনে নিজেদের পরিচয় নিশ্চিত করতে পারবেন। বর্তমানে লিংকডইনে পরিচয়, কর্মস্থল ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তথ্য যাচাই করা হয়। নতুন অংশীদারত্বের ফলে অ্যাডোবির কনটেন্ট নির্মাতারা যাচাইকৃত পরিচয় ব্যবহার করে নিজেদের কনটেন্টের মেধাস্বত্ব সুরক্ষিত রাখতে পারবেন।
অ্যাডোবির তথ্যমতে, কনটেন্ট অথেনটিসিটি অ্যাপের মাধ্যমে ছবি বা ডিজিটাল কনটেন্টে স্বত্ববিষয়ক তথ্য সংযুক্ত করে ‘ভেরিফায়েড অন লিংকডইন’ ব্যাজ যুক্ত করা যাবে। এসব কনটেন্ট লিংকডইনে প্রকাশের সময় স্বয়ংক্রিয়ভাবে নির্মাতার পরিচয়ও প্রদর্শিত হবে। বর্তমানে অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।
লিংকডইন আরও জানিয়েছে, ‘ভেরিফায়েড অন লিংকডইন’ ব্যাজ ট্রাস্টরেডিয়াস, জিটু ও ইউজার টেস্টিংসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মেও ব্যবহার করা যাবে। ভবিষ্যতে আরও বেশ কিছু প্রতিষ্ঠান এই উদ্যোগে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.