নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই কল করার সুবিধা নিয়ে এসেছে অপো। তাদের নতুন মডেল, অপো এথ্রিএক্স, বিশেষ বিকনলিংক ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে এই সুবিধা পৌঁছে দিচ্ছে।
অপো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিকনলিংক ফিচারটি ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে কাছাকাছি দূরত্বে ভয়েস কল করতে সক্ষম। মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগ না থাকা অবস্থায় এই ফিচারটি বিশেষভাবে কার্যকর হতে পারে। বিশেষ করে ভ্রমণের সময় কিংবা প্রত্যন্ত এলাকায়, যেখানে সিগন্যালের সমস্যা রয়েছে।
অপো এথ্রিএক্স মডেলটি মলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি দিয়ে তৈরি, যা ফোনকে আঘাত থেকে সুরক্ষিত রাখে। এছাড়া এতে থাকা স্প্ল্যাশ টাচ ফিচার ফোনটিকে ধুলা-বালি ও পানির ছিটা থেকে রক্ষা করে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
অপো বাংলাদেশের অথরাইজড ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, “বিকনলিংক ফিচারের মাধ্যমে অপো এথ্রিএক্স ব্যবহারকারীদের যেকোনো পরিস্থিতিতে যোগাযোগ সহজ করেছে। ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তি ও সেবা নিয়ে আসার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.