০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মেটা আনলো 'মুভি জেন': শব্দসহ ভিডিও তৈরি এখন আরও সহজ

calendar_month ১৩ অক্টোবর ২০২৪ ১৩:২২:৫০ person অনলাইন ডেস্ক
মেটা আনলো 'মুভি জেন': শব্দসহ ভিডিও তৈরি এখন আরও সহজ

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সম্প্রতি একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ‘মুভি জেন’ তৈরি করেছে, যা ব্যবহারকারীদের লিখিত প্রম্পটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শব্দসহ ভিডিও তৈরির সুযোগ দেবে। মেটার ব্লগ বার্তায় জানানো হয়েছে, এই টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নির্দিষ্ট ঘটনা বা স্থানের বর্ণনা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন।

‘মুভি জেন’ টুলটি দিয়ে বিভিন্ন দৃশ্যের জন্য সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সংগীত তৈরি করা যাবে, পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে ভিডিও সম্পাদনাও করতে পারবেন। এই টুলের সাহায্যে সর্বোচ্চ ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও এবং ৪৫ সেকেন্ডের অডিও তৈরি করা সম্ভব। তাই, স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরির সুযোগ থাকায় ব্যবহারকারীরা সহজেই রিলস বা ছোট আকারের বিজ্ঞাপন তৈরি করে অনলাইনে প্রকাশ করতে পারবেন।

এআই প্রযুক্তির ব্যবহারের কারণে গুজব ছড়ানোর শঙ্কা মাথায় রেখে মেটা এখনই এই টুলটি সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করছে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিরাপত্তাসুবিধাগুলো সংযোজন করে আগামী বছর ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘মুভি জেন’ টুলটি চালু করার সম্ভাবনা রয়েছে।

মুভি জেন টুলটি রানওয়ে, ওপেনএআই, ইলেভেনল্যাবস এবং ক্লিংয়ের এআই টুলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখবে বলে মনে করা হচ্ছে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন