০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া ঠেকাবেন যেভাবে

calendar_month ০৫ নভেম্বর ২০২৪ ১০:০৮:২৯ person অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া ঠেকাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিবারের সদস্য, বন্ধু ও পরিচিতদের সঙ্গে সহজে যোগাযোগের অন্যতম মাধ্যম। তবে অনেক সময় ব্যবহারকারীর অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই মাধ্যমটি ব্যবহার করে নিজেদের প্রচারণামূলক বার্তা পাঠানোর উদ্দেশ্যে গ্রুপে যুক্ত করে। এ ধরনের বার্তা অনেকের জন্যই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে হোয়াটসঅ্যাপের সেটিংস পরিবর্তন করে আপনি খুব সহজেই অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া ঠেকাতে পারেন।

অনাকাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া বন্ধের পদ্ধতি

১. প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংসে যান: স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি চালু করে স্ক্রিনের ডান দিকের ওপরে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন। সেখান থেকে সেটিংসে প্রবেশ করুন।

২. প্রাইভেসি অপশন নির্বাচন করুন: সেটিংস মেনু থেকে "প্রাইভেসি" অপশনটি নির্বাচন করুন।

৩. গ্রুপস অপশন খুঁজুন: প্রাইভেসি মেনুতে "গ্রুপস" অপশনটিতে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন তিনটি অপশন:

  • Everyone: এই অপশনটি নির্বাচন করলে যেকোনো ব্যক্তি, যিনি আপনার ফোন নম্বর জানেন, আপনাকে অনুমতি ছাড়াই নতুন গ্রুপে যুক্ত করতে পারবেন।
  • My Contacts: এই অপশনটি বেছে নিলে কেবলমাত্র আপনার কনটাক্ট তালিকায় থাকা ব্যক্তিরা আপনাকে গ্রুপে যুক্ত করতে পারবেন।
  • My Contacts Except: এই অপশনটি নির্বাচন করলে আপনি কনটাক্ট তালিকার নির্দিষ্ট ব্যক্তিদের নির্বাচন করতে পারবেন, যাদের মাধ্যমে আপনাকে কোনো গ্রুপে যুক্ত করা যাবে না।

এই সেটিংসগুলো পরিবর্তন করে আপনি সহজেই অনাকাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া ঠেকাতে পারেন এবং বিরক্তিকর বার্তা থেকে রেহাই পেতে পারেন।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন