ইউটিউব আজকের দিনে অন্যতম জনপ্রিয় বিনোদন ও তথ্যের মাধ্যম। অনেকেই শখের বসে কিংবা অনলাইনে আয় করার লক্ষ্য নিয়ে নিয়মিত ভিডিও তৈরি ও প্রকাশ করেন। কিন্তু সম্প্রতি ইউটিউবে চালু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর নতুন সার্চ ফিচারের কারণে ভিডিও নির্মাতাদের ভিউ ও আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নতুন এই AI সার্চ ফিচারের মাধ্যমে ইউটিউব ব্যবহারকারীরা সার্চ করার সময়ই ভিডিওর থাম্বনেইলের সঙ্গে একটি সারাংশ দেখতে পাচ্ছেন। এমনকি থাম্বনেইলে ট্যাপ করলেই ভিডিওটি সরাসরি চালু হয়ে যায়, আলাদা করে ভিডিও লিঙ্কে ক্লিক করার প্রয়োজন পড়ে না। ফলে ব্যবহারকারীরা পুরো ভিডিও না দেখেও প্রয়োজনীয় তথ্য জেনে যেতে পারছেন, যার ফলে অনেক ভিডিওর ক্লিক, ভিউ, লাইক ও সাবস্ক্রিপশন কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এই ফিচারটি আপাতত শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিমিয়াম গ্রাহকরা বিশেষ করে শিক্ষামূলক কনটেন্টে এআই সারাংশকে বেশ কার্যকর বলেই মনে করছেন। এতে তারা বাড়তি তথ্য পাচ্ছেন, ভিডিও সম্পর্কিত সুপারিশ ও আত্মমূল্যায়নের সুযোগও পাচ্ছেন।
তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ব্যবহারকারীদের জন্য এটি উপকারী হলেও ভিডিও নির্মাতাদের জন্য এটি কিছুটা উদ্বেগজনক। কারণ সারাংশ দেখে অনেকে মূল ভিডিওটি না দেখেই তথ্য সংগ্রহ করতে পারায় নির্মাতারা হারাতে পারেন মূল্যবান ভিউ, এনগেজমেন্ট ও সাবস্ক্রাইবার—যা সরাসরি আয় কমে যাওয়ায় প্রভাব ফেলতে পারে।
এই পরিবর্তন ইউটিউব কনটেন্ট ইকোসিস্টেমে নতুন করে ভাবনার সৃষ্টি করেছে—ভবিষ্যতে ভিডিও নির্মাতাদের কীভাবে এই নতুন বাস্তবতায় মানিয়ে নিতে হবে, সেটিই এখন বড় প্রশ্ন।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.