২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাটজিপিটি ও ডিপসিককে টক্কর দিতে গ্রোক চ্যাটবট আপগ্রেড করল ইলন মাস্কের এক্সএআই

calendar_month ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১১:০৭ person Online Desk
চ্যাটজিপিটি ও ডিপসিককে টক্কর দিতে গ্রোক চ্যাটবট আপগ্রেড করল ইলন মাস্কের এক্সএআই

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডিপসিক ও চ্যাটজিপিটি চ্যাটবট খুবই আলোচিত। বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তি সুবিধা থাকায় এরই মধ্যে প্রযুক্তিপ্রেমীদের কাছে জনপ্রিয়তাও পেয়েছে এআই চ্যাটবটগুলো। আর তাই চ্যাটজিপিটি ও ডিপসিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজেদের তৈরি গ্রোক চ্যাটবট হালনাগাদ করেছে ইলন মাস্কের মালিকানাধীন এক্সএআই।

এক্সএআইয়ের তথ্যমতে, ‘গ্রোক-৩’ এআই চ্যাটবট আগের সংস্করণগুলোর তুলনায় ১০ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন। প্রাথমিক পরীক্ষায় গ্রোক-৩ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনি ও ডিপসিককে ছাড়িয়ে গেছে। হালনাগাদ সংস্করণের গ্রোক চ্যাটবটে যুক্ত করা হয়েছে অ্যাডভান্সড রিজনিং প্রযুক্তি, যা সমস্যাকে ধাপে ধাপে বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য ভুল তথ্য চিহ্নিত করতে পারে। ফলে চ্যাটবটটির দেওয়া উত্তরের গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেকটাই বাড়বে।

নতুন সংস্করণটিতে অ্যাডভান্সড রিজনিংয়ের জন্য দুটি পৃথক মোড রাখা হয়েছে। ‘থিঙ্ক’ মোডে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। অন্যদিকে ‘বিগ ব্রেন’ মোডে শক্তিশালী কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করে জটিল ও গভীর বিশ্লেষণমূলক সমস্যার সমাধান করা যাবে। প্রাথমিকভাবে অ্যাডভান্সড রিজনিং প্রযুক্তি শুধু অর্থের বিনিময়ে এক্স প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এক্সএআই জানিয়েছে, গ্রোক চ্যাটবটে চ্যাটজিপিটির ‘অ্যাডভান্সড ভয়েস মোড’-এর মতো একটি কৃত্রিম কণ্ঠস্বর সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া গ্রোক-২-এর কোড আগামী কয়েক মাসের মধ্যেই উন্মুক্ত (ওপেন সোর্স) করে দেওয়া হবে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন