১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক পোস্ট নির্দিষ্ট ব্যক্তিদের থেকে লুকানোর সহজ উপায়!

calendar_month ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৫:১২ person অনলাইন ডেস্ক
ফেসবুক পোস্ট নির্দিষ্ট ব্যক্তিদের থেকে লুকানোর সহজ উপায়!

ফেসবুকে আমরা প্রতিদিনই নানা রকম পোস্ট শেয়ার করি—ছবি, ভিডিও কিংবা ব্যক্তিগত আপডেট। কিন্তু কখনো কখনো এমন কিছু মানুষও আমাদের পোস্ট দেখে ফেলেন, যাঁদের সাথে খুব বেশি পরিচয় নেই বা যাঁদের সঙ্গে শেয়ার করতে চাই না। অপ্রত্যাশিত এই পরিস্থিতি অনেক সময় বিব্রতকর হতে পারে, কিন্তু সরাসরি বন্ধুতালিকা থেকে তাঁদের বাদ দেওয়া সব সময় সম্ভব হয় না।

ভালো খবর হলো, ফেসবুকের গোপনীয়তা সেটিংস ব্যবহার করে আপনি ঠিক করে দিতে পারেন, কারা আপনার পোস্ট দেখতে পারবেন আর কারা পারবেন না!

কীভাবে ফেসবুক পোস্ট লুকাবেন?

  • প্রথম ধাপ: ফেসবুক অ্যাপ ওপেন করে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
  • দ্বিতীয় ধাপ: ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন, তারপর ‘সেটিংস’-এ যান।
  • তৃতীয় ধাপ: ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ সেকশনে ‘পোস্ট’ অপশন নির্বাচন করুন।
  • চতুর্থ ধাপ: ‘হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্টস’ অপশনে ক্লিক করুন।

এখানে পাঁচটি অপশন পাবেন—

  • Public (পাবলিক): সবাই পোস্ট দেখতে পারবে।
  • Friends (ফ্রেন্ডস): শুধু আপনার বন্ধুরা পোস্ট দেখতে পারবে।
  • Friends except (ফ্রেন্ডস এক্সসেপ্ট): নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছ থেকে পোস্ট লুকাতে চাইলে তাঁদের নাম নির্বাচন করুন।
  • Specific friends (স্পেসিফিক ফ্রেন্ডস): পোস্টটি শুধু নির্দিষ্ট কিছু বন্ধুদের দেখাতে চাইলে তাঁদের নাম নির্বাচন করুন।
  • Only me (অনলি মি): পোস্ট শুধু আপনি দেখতে পারবেন।

আপনার পোস্টের নিয়ন্ত্রণ আপনার হাতে!

এই সেটিংসগুলো ব্যবহার করে সহজেই আপনি ঠিক করে নিতে পারেন, কে আপনার পোস্ট দেখবে আর কে নয়! তাহলে আর দেরি কেন? এখনই ফেসবুকের প্রাইভেসি সেটিংস ঠিক করে নিন এবং নিশ্চিন্তে পোস্ট করুন!

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন