২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাটজিপিটির ওয়েব সার্চ এখন সবার জন্য ফ্রি!

calendar_month ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫:৫৫ person অনলাইন ডেস্ক
চ্যাটজিপিটির ওয়েব সার্চ এখন সবার জন্য ফ্রি!

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! এত দিন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওয়েব সার্চ সুবিধা পেতে হলে গুনতে হতো টাকা, কিন্তু এবার সেই বাধা দূর করল ওপেনএআই। এখন থেকে একদম বিনা মূল্যে চ্যাটজিপিটির মাধ্যমে সরাসরি ওয়েব থেকে হালনাগাদ তথ্য জানা যাবে!

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির ওয়েব সার্চ প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দ্রুত ও নির্ভুলভাবে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। শুধু তাই নয়, প্রতিটি সার্চের সঙ্গে নির্ভরযোগ্য উৎসের লিংক—যেমন সংবাদ প্রতিবেদন বা ব্লগ পোস্ট—সংযুক্ত থাকবে। ব্যবহারকারীরা চাইলে সোর্স বাটনে ক্লিক করেই মূল তথ্যের উৎস দেখতে পারবেন।

চ্যাটজিপিটির ওয়েব সার্চ সুবিধা চ্যাটজিপিটির ওয়েবসাইটের পাশাপাশি আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস ও উইন্ডোজের যেকোনো ডিভাইসে ব্যবহার করা যাবে।

ওপেনএআই জানিয়েছে, এই নতুন সার্চ প্রযুক্তি বিভিন্ন উন্নত সার্চ মডেলের সমন্বয়ে তৈরি, যা ওয়েব থেকে আরও সহজে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে সক্ষম। ফলে অনেকের জন্য এটি গুগল বা অন্য সার্চ ইঞ্জিনের বিকল্প হয়ে উঠতে পারে!

এখনই চ্যাটজিপিটির ওয়েব সার্চ সুবিধা ব্যবহার করে দেখুন—কোনো খরচ ছাড়াই, একদম ফ্রি!

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন