গুগলের এবারের আই/ও সম্মেলনে উন্মোচনের পর থেকেই ‘Veo 3’ ভিডিও জেনারেটর নিয়ে প্রযুক্তি জগতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এআই প্রযুক্তিনির্ভর এই টুলটি সরাসরি লেখা প্রম্পট থেকে ভিডিও তৈরি করতে সক্ষম, যেখানে সংলাপ, শব্দ এবং পরিবেশ সংযোজনের সুবিধাও রয়েছে—যা কৃত্রিম ভিডিও তৈরির ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে।
সেই Veo 3 এবার গুগলের এআই চ্যাটবট ‘Gemini’-তে যুক্ত হয়েছে। এর ফলে Gemini ব্যবহারকারীরা আলাদা কোনো প্ল্যাটফর্মে না গিয়েও সরাসরি এই ভিডিও জেনারেটর ব্যবহার করতে পারবেন।
প্রথম দিকে Veo 3 কেবল ‘AI Ultra’ গ্রাহকদের জন্য চালু করা হয়। পরে মে মাসের শেষে এটি সীমিত কিছু দেশে ‘Google AI Pro’ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়। গুগলের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এখন থেকে আরও বেশি দেশের জেমিনি ব্যবহারকারীরা সরাসরি Veo 3 ব্যবহারের সুযোগ পাবেন।
তবে জেমিনিতে যুক্ত হলেও Veo 3 ব্যবহারে কিছু সীমাবদ্ধতা থাকছে। গুগল জানিয়েছে, প্রতিদিন সর্বোচ্চ তিনটি ভিডিও তৈরি করা যাবে। আর প্রতিটি ভিডিও তৈরির জন্য ব্যবহারকারীদের অবশ্যই নির্দিষ্ট ও স্পষ্ট প্রম্পট দিতে হবে। যদিও AI Ultra গ্রাহকদের জন্য দৈনিক ব্যবহারের সীমা কিছুটা বেশি, তবে গুগল সে সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
গুগলের পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানিয়েছেন, শিগগিরই Veo 3-তে ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা যুক্ত করা হবে। পাশাপাশি, ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী সাশ্রয়ী সাবস্ক্রিপশন এবং দৈনিক ভিডিও লিমিট বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.