যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনার ইঙ্গিত দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসবেন চলতি সপ্তাহেই—সম্ভবত সোমবার বা মঙ্গলবার। ট্রাম্পের দাবি, টিকটকের মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্র একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে।
শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমরা সম্ভবত সোমবার বা মঙ্গলবার থেকে আলোচনা শুরু করব। হয়তো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বা তাঁর কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলব। তবে আমাদের আলোচনাটি প্রায় চূড়ান্ত পর্যায়ে।”
এর আগে, গত মাসে ট্রাম্প টিকটকের যুক্তরাষ্ট্র অংশ বিক্রির সময়সীমা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিলেন। প্রাথমিক পরিকল্পনা ছিল, টিকটকের মার্কিন শাখাকে আলাদা করে একটি নতুন কোম্পানিতে রূপান্তর করা হবে, যার মালিকানা থাকবে পুরোপুরি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের হাতে। তবে ট্রাম্প যখন চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন, তখন চীন এই চুক্তি অনুমোদন না দেওয়ার ইঙ্গিত দেয়, ফলে পুরো প্রক্রিয়াটি থমকে যায়।
ট্রাম্প বলেন, “চুক্তিটি সম্পন্ন করতে হলে চীনের অনুমোদন প্রয়োজন হতে পারে।”
এই অনুমোদন পাবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “আমি শতভাগ আত্মবিশ্বাসী নই, তবে আশা করছি তারা রাজি হবে। প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার সম্পর্ক ভালো এবং আমি মনে করি, এটি উভয় দেশের জন্যই ইতিবাচক হবে।”
এর আগেও ট্রাম্প জানিয়েছিলেন, ‘অত্যন্ত ধনী একটি গ্রুপ’ টিকটক কিনতে আগ্রহী। সে সময় তিনি বলেছিলেন, “আমাদের একজন শক্তিশালী ক্রেতা রয়েছে, এবং আমি বিশ্বাস করি চীনের অনুমোদন পাওয়া সম্ভব। প্রেসিডেন্ট শি তা দেবেন বলেই আমি মনে করি।”
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন ‘Protecting Americans from Foreign Adversary Controlled Applications Act’ আইনে সই করার পর ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে টিকটক সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্মটি আবার সচল হয়।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে টিকটকের কার্যক্রম চলমান রাখার সময়সীমা বাড়ান। পরে আবারও ১৯ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।
এই পরিস্থিতিতে আবার নতুন করে আলোচনায় বসতে চলেছেন ট্রাম্প, যা টিকটকের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.