কম্পিউটারে দ্রুত বাংলা লেখার সুযোগ দিতে তারহীন বাংলা কি–বোর্ড ও মাউসের কম্বো এনেছে লজিটেক। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘লজিটেক এমকে২২০’ মডেলের তারহীন বাংলা কি–বোর্ড ও মাউস উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে লজিটেকের দক্ষিণ এশিয়া ফ্রন্টিয়ার মার্কেটের বিটুবি ও বিটুসি বিভাগের প্রধান পার্থ ঘোষ বলেন, ‘বাংলাদেশের বাজারে লজিটেকের তারহীন বাংলা কি–বোর্ড ও মাউসের কম্বো আনতে পেরে আমরা আনন্দিত। বিজয় বায়ান্নর লেআউট দিয়ে তৈরি করা কি–বোর্ডটি পানিরোধক হওয়ায় স্বচ্ছন্দে ব্যবহার করা যায়। ২.৪ গিগাহার্টজের একটি ডঙ্গলের মাধ্যমে সর্বোচ্চ ১০ মিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে কি–বোর্ড ও মাউসটি। ফলে কি–বোর্ড ও মাউসটির মাধ্যমে বাসা বা কর্মক্ষেত্রে বিভিন্ন কাজ করা যাবে। তবে এটি গেমারদের জন্য নয়।’অনুষ্ঠানে জানানো হয়, তারহীন বাংলা কি–বোর্ড ও মাউসটিতে রয়েছে শক্তিশালী অ্যালকালাইন ব্যাটারি। ফলে কি–বোর্ডটির ব্যাটারি ২৪ মাস ও মাউসের ব্যাটারি ১২ মাস পর্যন্ত একটানা ব্যবহার করা যাবে। তারহীন কি–বোর্ড ও মাউস কম্বোটির দাম ধরা হয়েছে ২ হাজার ২৪৯ টাকা। তিন বছরের বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.