০৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাবমেরিন কেব্‌ল কোম্পানির ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমছে

calendar_month ২৩ মার্চ ২০২৫ ১৯:৫৭:৪৫ person অনলাইন ডেস্ক
সাবমেরিন কেব্‌ল কোম্পানির ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমছে

বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) তাদের সব ধরনের ইন্টারনেট সেবার দাম ১০ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় অপারেটরদের খরচ কমে আসবে।

আজ রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সাশ্রয়ী দামে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পাইকারি পর্যায়ে ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমানোর এ সিদ্ধান্ত তারই অংশ। আন্তর্জাতিক গেটওয়ে স্তরে সব ব্যান্ডউইথ সেবার দাম কমবে।

এ ছাড়া মোবাইল অপারেটরদের জন্য ব্যাকবোন পর্যায়ে DWDM (Dense Wavelength Division Multiplexing) সুবিধা চালু করার কথাও বলা হয়েছে, যার ফলে তাদের ট্রান্সমিশন খরচ ৩৯ শতাংশ পর্যন্ত কমে আসবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, ইতোমধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তারা ভোক্তা পর্যায়েও ইন্টারনেটের দাম ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে।

তিনি আরও বলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউই-৬-এর সঙ্গে যুক্ত হবে, যা দেশের ব্যান্ডউইথ সক্ষমতা আরও বাড়াবে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন