১৩ অক্টোবর ২০২৪
২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জিমেইলে যুক্ত হলো জেমিনি চ্যাটবট, যেসব সুবিধা পাওয়া যাবে

calendar_month ১১ আগষ্ট ২০২৪ ১১:৩০:২১ person অনলাইন ডেস্ক
জিমেইলে যুক্ত হলো জেমিনি চ্যাটবট, যেসব সুবিধা পাওয়া যাবে

জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ই–মেইল লেখার সুযোগ দিতে জিমেইলে নিজেদের এআই চ্যাটবট ‘জেমিনি’ যুক্ত করেছে গুগল। নতুন এই সুবিধা কাজে লাগিয়ে জিমেইলের সাইড প্যানেল থেকে সহজেই জেমিনি এআই চ্যাটবটের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে। জিমেইলের ওয়েব সংস্করণের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপেও এ সুবিধা মিলবে।


এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, জিমেইলের ওয়েব সংস্করণে সাইড প্যানেলে থাকা জেমিনি ব্যবহার করে নতুন ই–মেইল লেখাসহ অন্যদের পাঠানো ই–মেইলের উত্তরের খসড়া স্বয়ংক্রিয়ভাবে লিখে নেওয়া যাবে। জেমিনি চ্যাটবটের লেখা বার্তা সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ খসড়া ই-মেইলে থাকা শব্দ বাদ দেওয়ার পাশাপাশি চাইলে নতুন তথ্যও যুক্ত করা যাবে। ফলে ই-মেইলে তথ্য ভুল বা বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া জিমেইলে থাকা পুরোনো ই–মেইলও দ্রুত খুঁজে পাওয়া যাবে।

গুগলের তথ্যমতে, স্বয়ংক্রিয়ভাবে ই–মেইল লেখা ছাড়াও জেমিনি ব্যবহার করে গুগলের ওয়ার্কস্পেসের ডকস, শিটস, স্লাইডস ও ড্রাইভে যুক্ত হয়ে কাজ করা যাবে। শুধু তা–ই নয়, প্রম্পট দেওয়ার পর গুগল ডকস, শিটস, স্লাইডসে থাকা তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ই–মেইলের খসড়া তৈরি করতে পারবে জেমিনি।

জিমেইলে জেমিনি ব্যবহার করতে ব্যবহারকারীদের ‘স্মার্ট ফিচার অ্যান্ড পারসোনালাইজেশন’ সুবিধা চালু করতে হবে। এরপর ওয়েব সংস্করণে সাইড প্যানেলে জেমিনি পাওয়া যাবে এবং অ্যাপে ই–মেইল থ্রেডে সামারাইজ দ্য ইমেইল অপশনে ট্যাপ করে জেমিনি ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, বর্তমানে জিমেইল ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় উত্তর এবং ই-মেইল লেখার সুপারিশ পেয়ে থাকেন। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে পুরো ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে লেখার পাশাপাশি জিমেইলের বিভিন্ন ফিচার দ্রুত ব্যবহারের সুযোগ মিলবে। শিগগিরই নতুন এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

সর্বশেষ মোবাইল আপডেট