১৩ অক্টোবর ২০২৪
২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হাতের লেখা খারাপ হলেও পড়তে পারবে মাইক্রোসফটের কোপাইলট

calendar_month ১১ আগষ্ট ২০২৪ ১০:২১:২০ person অনলাইন ডেস্ক
হাতের লেখা খারাপ হলেও পড়তে পারবে মাইক্রোসফটের কোপাইলট

হাতের লেখা খারাপ হলে অন্য ব্যক্তিরা সহজে তা পড়তে পারেন না। ফলে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। তবে হাতের লেখা যতই খারাপ হোক না কেন, ঠিকই পড়তে পারবে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার চ্যাটবট ‘কোপাইলট’। ফলে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করতে পারবেন।


নতুন এ সুবিধা চালুর জন্য কোপাইলটে হাতের লেখা শনাক্তকরণ সুবিধা যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। এর ফলে মাইক্রোসফটের ডিজিটাল নোট নেওয়ার অ্যাপ ‘ওয়াননোট’ ব্যবহারকারীদের স্মার্টফোনের পর্দায় হাতে লেখা তথ্য সহজেই পড়তে পারবে এআই চ্যাটবটটি। শুধু তা–ই নয়, চাইলে লেখাগুলো ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণের পাশাপাশি সারাংশও তৈরি করে দেবে।


গত বছরের নভেম্বরে মাইক্রোসফট অফিস স্যুটে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়, যার মধ্যে কোপাইলট অন্যতম। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারীর আদলে তৈরি চ্যাটবটটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির পাশাপাশি এক্সেলে বিভিন্ন টেবিল তৈরি করা যায়। শুধু তা-ই নয়, লিখিত প্রম্পটের মাধ্যমে কৃত্রিম ছবি তৈরিসহ আউটলুকে আসা ই-মেইলের উত্তরও পাঠানো যায়।সূত্র: দ্য ভার্জ

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

সর্বশেষ মোবাইল আপডেট