দেশের বাজারে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তিসুবিধার নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি। ‘রিয়েলমি সি৬৩’ মডেলের ফোনটি দ্রুত চার্জ হয়। ফলে চার্জ শেষ হয়ে গেলেও মাত্র ৩ মিনিট চার্জ করে ১ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যায় ফোনটিতে। শুধু তা–ই নয়, ৭৯ মিনিটে শতভাগ চার্জ করার সুযোগ থাকায় ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়েলমি ইউআই ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পর্দার আকার ৬.৭৫ ইঞ্চি। ইউনিসক টাইগার টি৬১২ অক্টা কোর প্রসেসরে চলা ফোনটির সামনে-পেছনে রয়েছে ৮ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে অন্ধকারেও ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করা যায়।
৬ ও ৮ গিগাবাইট র্যাম সুবিধার ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। সংস্করণভেদে ফোনটির দাম যথাক্রমে ১৬ হাজার ৯৯৯ ও ১৮ হাজার ৯৯৯ টাকা। নীল ও সবুজ রঙে বাজারে আসা ফোনটি অনলাইন মার্কেটপ্লেস ‘পিকাবু’ থেকে কিনলে এক হাজার টাকা ছাড় পাওয়া যাবে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.