ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে অনেকেই হোয়াটসঅ্যাপে নিয়মিত ছবি ও ভিডিও আদান-প্রদান করে থাকেন। সাধারণত হোয়াটসঅ্যাপে কেউ ছবি বা ভিডিও পাঠালেই তা স্বয়ংক্রিয়ভাবে ফোনে ডাউনলোড হয়ে যায়। এতে অনেক সময় অপ্রত্যাশিত বা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এই সমস্যা সমাধানে এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আরও বাড়াতে হোয়াটসঅ্যাপ ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের একটি নতুন ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে কিছু ব্যবহারকারীর ওপর এটি পরীক্ষা-নিরীক্ষা চলছে।
প্রযুক্তিবিষয়ক সাইট WABetaInfo জানিয়েছে, এই ফিচার চালু থাকলে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি বা ভিডিও আর প্রাপকের ফোনে স্বয়ংক্রিয়ভাবে গ্যালারিতে সেভ হবে না। এটি ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট—দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে ব্যবহারকারী চাইলে ছবি বা ভিডিও ম্যানুয়ালি সেভ করতে পারবেন কি না, সে বিষয়ে এখনো মেটা কিছু জানায়নি।
এ ফিচার চালু থাকলে ‘মেটা এআই’ নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। ফলে চ্যাট অপশনে স্বয়ংক্রিয়ভাবে কোনো প্রশ্নের উত্তর দেওয়া বা ছবি তৈরি করার মতো সুবিধা আর থাকবে না। তবে বার্তা ফরওয়ার্ড বা স্ক্রিনশট নেওয়ার সুযোগ ঠিকই থাকবে।
উল্লেখ্য, বর্তমানে হোয়াটসঅ্যাপে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচার চালু রয়েছে, যা ব্যবহার করলে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মেসেজ ও মিডিয়া ফাইল মুছে যায়। ব্যবহারকারীরা চাইলে এই সময়সীমা ১ দিন, ৭ দিন বা ৯০ দিন নির্ধারণ করতে পারেন।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.