০৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জুমে আসছে নতুন এআই ফিচার: আরও স্মার্ট ও সহজ হবে অনলাইন কাজ

calendar_month ২১ মার্চ ২০২৫ ১৯:২২:২৪ person অনলাইন ডেস্ক
জুমে আসছে নতুন এআই ফিচার: আরও স্মার্ট ও সহজ হবে অনলাইন কাজ

জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘এআই কম্প্যানিয়ন’-এ নতুন ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে। শিগগিরই চ্যাটবটটিতে ‘এজেন্টিক এআই’ নামের একটি ফিচার যুক্ত হবে, যা ব্যবহারকারীদের কাজের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কার্যসম্পাদন করবে।

জুম কর্তৃপক্ষ জানিয়েছে, এজেন্টিক এআই ফিচারটি জুম ওয়ার্কপ্লেসের ‘টাস্কস’ ট্যাবে পাওয়া যাবে। ফিচারটি চালু করার মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইন বৈঠকের সময় নির্ধারণ, আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি, এমনকি ভিডিও ক্লিপ প্রস্তুতের কাজও করতে পারবেন।

জুমের প্রধান পণ্য কর্মকর্তা স্মিতা হাশিম এক বিবৃতিতে বলেন, “আমরা এআইকে প্রতিটি পণ্য ও যোগাযোগের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করছি, যাতে এটি আরও কার্যকর ও সহায়ক হয়ে ওঠে। আমাদের এআই কম্প্যানিয়ন এখন প্রতিটি পণ্যের সঙ্গে সংযুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও কার্যকর অভিজ্ঞতা নিশ্চিত করবে।”

নতুন এআই ফিচার ছাড়াও জুম ওয়ার্কপ্লেসে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ভয়েস রেকর্ডার, যা অনলাইন বৈঠকের অডিও ধারণ করে তা লিখিত আকারে সংরক্ষণ করবে এবং মূল বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করবে। এ ছাড়া ‘লাইভ নোটস’ নামের একটি ফিচারও চালু হচ্ছে, যা বৈঠক ও ফোনকলের রিয়েল টাইম সারসংক্ষেপ তৈরি করতে সক্ষম।

নতুন এআই কম্প্যানিয়ন ফিচারটি আগামী মাস থেকে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে। এটি ব্যবহার করতে মাসিক সাবস্ক্রিপশন ফি ১২ ডলার নির্ধারণ করা হয়েছে। এতে আরও যুক্ত থাকবে বিভিন্ন অ্যাভাটার টেমপ্লেট, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টম অ্যাভাটার তৈরি করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, এসব উন্নত এআই ফিচার জুম ব্যবহারকারীদের সময় সাশ্রয় এবং কাজের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন