চ্যাটজিপিটি তৈরির জন্য পরিচিত ওপেনএআই এবার নতুন কিছু করতে যাচ্ছে। শোনা যাচ্ছে, তারা গোপনে একটি নতুন সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) তৈরির কাজ শুরু করেছে। এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় এর নাম বা পুরো কাজ কেমন হবে—এসব কিছু এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
সিএনবিসি ও দ্য ভার্জ জানিয়েছে, এই নতুন প্ল্যাটফর্মে ওপেনএআই চ্যাটজিপিটির ইমেজ তৈরি করার প্রযুক্তি ব্যবহার করছে। পরীক্ষামূলকভাবে সেখানে একটি ফিড যোগ করা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা সহজেই নিজেদের তৈরি ছবি শেয়ার করতে পারবেন।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, ওপেনএআই সম্প্রতি যে ছবি তৈরি করার সুবিধা চালু করেছে, তা অনেক জনপ্রিয় হয়েছে। এই জনপ্রিয়তা দেখে হয়তো তারা সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকেছে। ওই ফিচারের মাধ্যমে সাধারণ ছবি বা সেলফিকে খুব সহজেই স্টুডিও গিবলি অ্যানিমেশন স্টাইলে রূপান্তর করা যায়। অনেকেই এমন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান জানান, এখন পৃথিবীর প্রতি ১০ জনের ১ জন ওপেনএআইয়ের কোনো না কোনো এআই সেবা ব্যবহার করছেন। তবে তিনি সোশ্যাল মিডিয়া চালুর ব্যাপারে কিছু বলেননি।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.