১৯ জুন ২০২৫
৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গুগলের নোটবুকএলএম এআই টুলে যুক্ত হচ্ছে ভিডিও ওভারভিউস, যে সুবিধা পাওয়া যাবে

calendar_month ১৮ মে ২০২৫ ১৭:১৭:৫৩ person অনলাইন ডেস্ক
গুগলের নোটবুকএলএম এআই টুলে যুক্ত হচ্ছে ভিডিও ওভারভিউস, যে সুবিধা পাওয়া যাবে

গবেষণা ও তথ্য সংগ্রহের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার সহজতর করতে গুগল চালু করেছে ‘নোটবুকএলএম’ নামের একটি বিশেষ টুল। এই এআই-চালিত টুলটির মাধ্যমে গবেষণার বিভিন্ন তথ্য ও বিশ্লেষণ সহজে নোট আকারে সংরক্ষণ করা যায়। এবার গুগল এতে যুক্ত করতে যাচ্ছে নতুন এক ফিচার— ‘ভিডিও ওভারভিউস’, যার মাধ্যমে সংরক্ষিত নোটগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওতে রূপান্তর করা যাবে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন ফিচারটি ‘ভিডিও ওভারভিউস’ চালু করার জন্য পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, এতে গুগলের ‘Veo 2’ প্রযুক্তি ব্যবহৃত হবে, যা মানুষের গতিবিধি ও মুখাবয়বের অভিব্যক্তি বিশ্লেষণ করে বাস্তবধর্মী ও আকর্ষণীয় ভিডিও তৈরি করতে সক্ষম। এ প্রযুক্তির মাধ্যমে কয়েক মিনিটের স্বয়ংক্রিয় ভিডিও তৈরি করা সম্ভব হবে।

এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে গুগল চালু করেছিল ‘অডিও ওভারভিউস’ ফিচার, যেখানে ব্যবহারকারীরা সংরক্ষিত নোট থেকে একটি পূর্ণাঙ্গ পডকাস্ট তৈরি করতে পারতেন। এবার সেই ফিচারের পাশেই নোটবুকএলএম-এর ড্যাশবোর্ডে ‘ভিডিও ওভারভিউস’ নামে নতুন একটি অপশন যুক্ত হচ্ছে।

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম Android Authority জানিয়েছে, চলতি মাসে অনুষ্ঠিতব্য Google I/O 2025 সম্মেলনে ‘ভিডিও ওভারভিউস’-এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ইতোমধ্যে নোটবুকএলএম-এর ‘স্টুডিও’ সেকশনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে গুগল। ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে নতুন ইন্টারফেস এবং ‘Editor's Picks’ নামে একটি নতুন বিভাগও যুক্ত করা হয়েছে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন