১৯ জুন ২০২৫
৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টিকটকে এবার ছবি দিয়েই বানানো যাবে অ্যানিমেটেড ভিডিও

calendar_month ১৬ মে ২০২৫ ১৮:১৯:০৫ person অনলাইন ডেস্ক
টিকটকে এবার ছবি দিয়েই বানানো যাবে অ্যানিমেটেড ভিডিও

ছোট ছোট ভিডিও তৈরির সহজ সুবিধার কারণে অনেকেই নিয়মিত ব্যবহার করেন টিকটক। শুধু বিনোদন নয়, নানা বিষয় নিয়ে নির্মিত ভিডিওর মধ্যে অ্যানিমেটেড কনটেন্টের জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবার ছবি ব্যবহার করে অ্যানিমেটেড ভিডিও তৈরি করার সুবিধা চালু করেছে টিকটক। নতুন এই ফিচারটির নাম ‘AI Alive’, যা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় কাজ করে।

টিকটকের ভাষ্য অনুযায়ী, "একটি ছবি হাজার শব্দের সমান"—এই প্রবাদকে আরও বাস্তব করতে এসেছে AI Alive। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই গল্পভিত্তিক এবং দৃষ্টিনন্দন অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন। ছবির চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতে পারবে AI Alive, তা–ও একেবারে নির্দেশনা অনুযায়ী। এই সুবিধাটি পাওয়া যাবে টিকটকের ‘স্টোরি ক্যামেরা’ ফিচারের মাধ্যমে।

কীভাবে ব্যবহার করবেন AI Alive ফিচারটি?

AI Alive ব্যবহারের জন্য:

  1. প্রথমে ইনবক্স পেজের উপরের বাম পাশে থাকা প্রোফাইল ছবির নীল ‘+’ চিহ্ন অথবা প্রোফাইলের মাঝখানের ‘+’ আইকনে চাপ দিন।
  2. এতে চালু হবে ‘স্টোরি ক্যামেরা’।
  3. এবার পর্দার ডান পাশে থাকা ‘Alive’ বোতামটি চালু করে একটি ছবি নির্বাচন করুন।
  4. এরপর আপনি কোন ধরনের অ্যানিমেটেড ভিডিও বানাতে চান, তা লিখে নির্দেশনা দিন।

চাইলেই আগেভাগে নির্বাচন করা ছবির মাধ্যমেও এই ফিচারটি ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে ডান পাশের টুলবারে থাকা ‘AI Alive’ আইকনে চাপ দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।

টিকটক জানিয়েছে, ব্যবহারকারীদের আপলোড করা ছবি, নির্দেশনা ও তৈরি ভিডিও—সবই তাদের স্বয়ংক্রিয় মডারেশন সিস্টেমের মাধ্যমে পর্যালোচনা করা হবে। ভিডিও প্রকাশের আগে থাকবে ‘ফাইনাল সেফটি চেক’ অপশন। এছাড়াও, প্রতিটি AI-তৈরিকৃত ভিডিওতে ‘AI Generated’ লেবেল যুক্ত থাকবে, যাতে সেটি শেয়ার বা ডাউনলোড করলেও দর্শক বুঝতে পারেন এটি এআই-নির্মিত কনটেন্ট।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন