১৯ জুন ২০২৫
৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ট্রুকলারে যুক্ত হলো মেসেজ আইডি, যে সুবিধা পাওয়া যাবে

calendar_month ১৩ মে ২০২৫ ১৮:২৩:২২ person অনলাইন ডেস্ক
ট্রুকলারে যুক্ত হলো মেসেজ আইডি, যে সুবিধা পাওয়া যাবে

কলারের পরিচয় জানাতে বহুল ব্যবহৃত অ্যাপ ট্রুকলার এবার নিয়ে এসেছে নতুন একটি ফিচার—‘মেসেজ আইডি’। এই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর প্রযুক্তির মাধ্যমে এবার ব্যবহারকারীরা শুধু ফোন কল নয়, এসএমএস প্রেরকের পরিচয়ও জানতে পারবেন।

ট্রুকলার জানিয়েছে, নতুন ‘মেসেজ আইডি’ ফিচারটি ফোনের এসএমএস ইনবক্স স্ক্যান করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাগুলো শনাক্ত করবে এবং সেই বার্তাগুলোর পাশে একটি সবুজ চেক চিহ্ন দেখাবে। এতে করে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন, বার্তাটি কোনো নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে কি না।

ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড), ব্যাংক বার্তা, পণ্যের ডেলিভারির আপডেট, টিকিট বুকিং, কিংবা ফ্লাইট সূচির মতো তথ্যভিত্তিক বার্তাগুলোতেই মূলত এই চিহ্ন দেখা যাবে। ফিচারটি বর্তমানে ধাপে ধাপে সব দেশের ট্রুকলার ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।

নতুন এই সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীকে ফোনে ‘রিড এসএমএস’ এবং ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ সংক্রান্ত অনুমতি দিতে হবে। এরপর থেকেই ফোনে গুরুত্বপূর্ণ বার্তার তাৎক্ষণিক নোটিফিকেশন পাওয়া যাবে।

ট্রুকলার আরও জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি অন-ডিভাইস প্রসেসিংয়ের মাধ্যমে সম্পন্ন হবে। অর্থাৎ ব্যবহারকারীর কোনো তথ্য ফোনের বাইরে পাঠানো বা সংরক্ষণ করা হবে না, ফলে গোপনীয়তা থাকবে সম্পূর্ণ সুরক্ষিত।

ফিচারটি শুধু বার্তা প্রেরকের পরিচয়ই দেবে না, বরং বার্তার গুরুত্বপূর্ণ তথ্যের সংক্ষিপ্তসারও দেখাবে। এতে ব্যবহারকারীরা দ্রুত বার্তার মূল তথ্য বুঝতে পারবেন এবং বার্তাটির বিশ্বাসযোগ্যতা যাচাই করাও সহজ হবে।

এই ফিচারকে এসএমএস-ভিত্তিক প্রতারণা ও স্প্যাম বার্তা শনাক্তে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রযুক্তি বিশ্লেষকরা।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন