১৬ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গুগল সার্চে এআই মোড পরীক্ষামূলকভাবে চালু: কি সুবিধা মিলবে

calendar_month ০৭ মার্চ ২০২৫ ১৯:০৫:৫৪ person অনলাইন ডেস্ক
গুগল সার্চে এআই মোড পরীক্ষামূলকভাবে চালু: কি সুবিধা মিলবে

সার্চ ইঞ্জিনের কার্যকারিতা ও উন্নতির জন্য গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে চালু করেছে ‘এআই মোড’। এর ফলে প্রচলিত অনুসন্ধান পদ্ধতির পাশাপাশি চ্যাটবটের মতো আরও বিশদ এবং বুদ্ধিদীপ্ত উত্তর পাওয়া যাবে। প্রাথমিকভাবে শুধুমাত্র গুগল ওয়ান এআই প্রিমিয়াম ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

এআই মোডটি ল্যাবস বিভাগ থেকে সক্রিয় করে ব্যবহার করা যাবে। এআই মোডটি গুগলের জেমিনি ২.০ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যার ফলে ব্যবহারকারীরা সাধারণ সার্চ ফলাফলের পরিবর্তে এআই দ্বারা তৈরি বিভিন্ন ফলাফল দেখতে পারবেন। প্রতিটি উত্তরের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের লিংকও থাকবে, যা ব্যবহারকারীদের আরও বিস্তারিত তথ্য জানার সুযোগ দেবে।

নতুন এআই মোডটি মূলত এআই ওভারভিউ প্রযুক্তির পরবর্তী সংস্করণ। গুগলের সার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট রবি স্টেইন এক ব্লগ পোস্টে জানিয়েছেন, এআই মোড চালু হলে ব্যবহারকারীরা আরও জটিল প্রশ্নের বিস্তারিত উত্তর পেতে সক্ষম হবেন এবং অনুসন্ধানের ভিত্তিতে সহায়ক বিভিন্ন প্রশ্নও করতে পারবেন। এর ফলে এআই ওভারভিউয়ের পরিধি আরও বিস্তৃত হবে এবং ব্যবহারকারীরা সহজেই জটিল প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর জানার সুযোগ পাবেন।

গুগল জানায়, কিছু অনুসন্ধানে যদি এআই নির্ভরযোগ্য উত্তর না দিতে পারে, তবে পুরনো ওয়েব অনুসন্ধানের ফলাফলই প্রদর্শিত হবে। গুগলের এক ব্লগ বার্তায় বলা হয়েছে, “আমাদের লক্ষ্য যতটা সম্ভব এআই দ্বারা উত্তর প্রদান করা, তবে যদি কোনো ক্ষেত্রে এআই যথেষ্ট সহায়ক বা নির্ভরযোগ্য না হয়, তবে প্রচলিত ওয়েব অনুসন্ধানের ফলাফলই দেখানো হবে।”

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন